Niche Selection

নিশ সিলেকশন! (এডভান্স থিঙ্কিং ২০২১)

একসময় এটা নিয়ে মাথা ব্যাথা না করলেও হয়েছে। কিন্তু এই সময়ে এসে এটা খুভি গুরুত্বপূর্ণ মনে করেছি। 

কি রকম নিশ সিলেকশন?

আমার সাইট টুলস নিয়ে আমার নিশ “টুলস”; না!

টুলস নিশ হতে পারে কিন্তু, আজকে এই টুলস কালকে ঐ টুলস নিয়ে কথা বললে জিনিস টা বড় হতেই থাকবে কাভার হবে না। তাই ব্যাপারটা এরকম না করে অন্যভাবে সিলেক্ট করলে ভাল হবে। 

যেমন?

টুলস আছে অনেক কাজেরই। একটা স্পেসিফিক কাজ বেচে নিতে হবে। যেমন, মেকানিক টুলস, ইলেকট্রিক টুলস, উডওয়ার্কিং টুলস আরও অনেক। 

এখন যে কোন এক ক্যাটাগরির  টুলস চয়েজ করে ঐ নিস টা মাদার নিস হিসেবে নিতে পারেন। যেমন, মেকানিক টুলস নিয়ে সাইট বানাতে চাইলে নিস হবে মেকানিন, টুলস না। এর পর আপনার কাজ হচ্ছে মেকানিক্যাল প্রবলেম সলভ করা। ইনফো আর্টিকেল দেয়া, মেকানিক কোন কাজে কোন টুলস ইউজ করে সেগুলা রিভিউ করা।

এখন প্রশ্ন আসতে পারে যে এই নিস ত অনেক বড়। কিভাবে হ্যান্ডেল করবো শুরুর দিকে? 

এর উত্তর হচ্ছে, আপনি প্রথমে একটা লিস্ট করেন যে মেকানিক এর কাজ কি কি?

আমরা যদি শুধু কার এর মেকানিক ধরি। কার এর বিভিন্ন অংশ ভাগ করতে পারেন। হতে পারে কার এর বডি। এখন কারের বডি মেকিং বা ভাঙ্গা-চুরা রেপিয়ারিং দিয়ে শুরু করতে পারেন। রেপিয়ারিং এর কথা মাথায় আসলে আমাদের মাথায় আসে ওয়েল্ডিং। এখন আপনি ওয়েল্ডিং নিয়ে মানুষের যত প্রশ্ন আছে খুঁজে কাভার করেন আর পাশাপাশি ভিবিন্ন ধরনের ওয়েল্ডিং মেশিন রিভিউ করতে পারেন। যখন আপনার এটা ফুল কাভার করা শেষ হয়ে যাবে তখন আপনি সেইম ওয়েতে আবার মেকানিক এর অন্যা জিনিস নিয়ে কথা বলতে পারেন।  হতে পারে সেটা কার এর ইন্টেরিয়র এর কিছু বা এক্সটেরিয়র এর কিছু। উদাহরণ দিতে গেলে বলা যায় লুকিং গ্লাস। লুকিং গ্লাস কিভাবে পরিষ্কার রাখা যায় এর ইনফো, কোন গ্লাস টি কোন গাড়ির জন্য ভাল এগুলা নিয়ে কথা বলা যেতে পারে। এরকম একেক করে কভার করবো।

এই সিস্টেম ফলো করে নিশ সিলেকশন ও কাভার করলে ভাল ফল পাওয়া যায়। 

নিশ সেলেকশন নিয়ে আরও জানতে এটা দেখতে পারেন

Sabbir Ahmed